রাধারমণ দত্ত রচিত গান নং ৫৯

তারে দেখলে হয় রে প্রাণ শীতল
বদন ভইরে হরি হরি বল ।
আমার সঙ্গে নিবার ধন কিছু নাই রে
হরি নাম পথের সম্বল ।।
আমার ভাঙা তরণী ভয়ে কাপিছে
পরণি রে আমি সাঁতার না জানি
না জানি কোন ভবসাগরে আমার দেহতরী হইলো তল ।।
নায়ের মাঝি ছয়জনা এরা কইরে কুমন্ত্রণা
এখন জানে না
আমি কারে দেখিয়া প্রাণ জুড়াবো রে
আমি কারে করি পারের বল ।।
আমার আয়ু হইলো শেষ
আমি চলছি আপন দেশ বা গুরু ছাড়িয়া বিদেশ
যে দেশে নাই জন্মমৃত্যূ রে
আমায় সেই দেশে নিয়ে চল ।।
ভাইবে রাধারমণ বলে আমায় মিলিয়া সকলে
তোমরা কর্ণে দিও নাম রে মুখে দিও গঙ্গা জল ।।