বাঁচিবার সাধ নাই গো সখি বাঁচিবার সাধ নাই
দেহার মাঝে কি যন্ত্রণা কারে বা দেখাই ।।
গাঁথিয়া বনফুলের মালা নিশিটি পোহাই
প্রাণবন্ধু আইলো না গো কার গলে পরাই ।
একা বসি বাসরেতে নিশিটি পোহাই
আজ আসবে কাল আসবে বলে মনরে বুঝাই
আতর গোলাপ চুয়াচন্দন কটরায় সাজাই
আইলোনা মোর প্রাণবন্ধু কার অঙ্গে ছিটাই ।
ভাবিয়া রাধারমণ বলে কমলিনী রাই
অন্তিমকালে শ্রীচরণে পাই যেন ঠাই ।