রাধারমণ দত্ত রচিত গান নং ৬০৫

সখি রাত্র হইলো ভোর
আইলা না মোর প্রাণ প্রিয় নিদয়া নিষ্ঠুর ।।
ঘুরে ঘুরে পরে পরে পদ করিলাম খুর
পন্থপানে চাইতে চাইতে আঙ্খি কইলাম ঘোর
এক সখির হস্তে ধরি আর সখি বলে
ঘোর অন্ধকার রাত্রি পদ নাহি চলে ।
গাঁথিয়া মালতীর মালা আহ্লাদে প্রতুল
আইলোনা প্রাণবন্ধু নিদয়া নিষ্ঠুর ।
সর চিনি মাখন ছানা আতর মধুর
কার লাগি আনিলাম করিয়া প্রচুর ।
কার লাগি আনিলাম সই গো অইয়া ঘরের চোর
ভাইবে রাধারমণ বলে বন্ধু রইছেন ব্রজপুর ।।