রাধারমণ দত্ত রচিত গান নং ৭১১

দুঃখ সহনও না যায়
যৌবন চলিয়া গেলো সখি প্রিয়া না পাওয়া যায় ।।
সব নারী প্রিয়া সনে সুখে করে কেলি
মুই নারী প্রিয়া বিনে তাপিত কেবলই
প্রিয়া পন্থ নিরখিয়া তনু হইলো ক্ষীণ
বেহুশ হুতাশে যাপি রাত্রি কিবা দিন
আজি কালি করিয়া গো দিন গইয়া যায়
যৌবন থাকিতে সই না পাইলাম প্রিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জিতে না পাইলাম তোমায় পাই যেন মরিয়া ।।