রাধার উকিল হইও কুইল, রাধার উকিল হইও।
এগো শ্যাম বিচ্ছেদে জ্বাইলাছে অনল শ্যামেরে পাইলে কইও।।
যেথায় গেছেন শ্যামরায় তথায় চইলে যাইও
অভাগিনী রাই কিশোরীর সংবাদ জানাইও।
বৃন্দাবনে গিয়া কুইল মুক্ত প্রণাম করিও
ওরে তমাল ডালে বইসে কুইল রাধার গুণ গাইও।
ভাইবে রাধারমণ বলে ভাবিও না রাই মনে
কুইলে নি আইনতো পারে রাধার প্রাণবন্ধুরে।।