সুবল বল বল চাই কেমন আছে কমলিনী রাই
রাই কারণে বৃন্দাবনেরে সুবল আমি সদায় কান্দিয়া বেড়াই।। ধু।।
গিয়াছিলাম মন সাধিতে
সাধলাম রাইয়ার চরণারবিন্দে
নয়ন তুলে চাইলো না গো রাই
আমার ছিল আশা দিল দাগা রে সুবল
আমার আর পিরীতের কার্য নাই।।
রমণের মন পিয়াসা, শুনরে সুবল সখা
চল মোরা ব্রজপুরে যাই
আমার প্রাণ থাকিতে রাই আনিয়া দেরে সুবল
আমি জন্মের মতো হেরিয়া যাই।।