রাধারমণ দত্ত রচিত গান নং ৯৯০

বাঁশি বাজায় গো শ্রীকান্তে
রাধা রাধা রাধা ধ্বনি পাইলাম শুনতে।।
একদিন গিয়েছিলাম যমুনায় জল আনতে
রুপ দেখিয়ে অইলাম পাগল আইলাম কানতে কানতে
গাঁথিয়া ফুলের মালা চাইয়া রইলাম পন্থে
আসবে নি শ্যাম কালা এ দেহে প্রাণ থাকতে।।
ভাইবে রাধারমণ বলে মইলাম কালার পিরিতে
একজ্বালা শ্যামবিচ্ছেদ আর জ্বালা বদন্তে।।