অসময়ে বাঁশি বাজাই আকুল কইলায় মোরে প্রাণ বন্ধুয়ারে
আকুল কইলায় মোরে ।।
অসময়ে বাজাও বাঁশি রইতে নারি ঘরে
মনপ্রাণ হরিয়া নিলো তোমার বাঁশির সুরে ।
তোমার বাঁশি তুমি বাজাও সহিতে না পারি ।
হাতের কাজ ফালাই থইয়া ছাড়ি ঘরবাড়ি ।
সপ্ত সুরের বাঁশি তোমার সপ্ত রন্ধ্রে বাজে
বাঁশির সুরে প্রাণ বিদুরে মন বসেনা কাজে রে ।
কদম ডালে বসিয়া তুমি বাজাও মোহন বাঁশি
মরণকালে প্রাণ বন্ধুয়া দেখা দিও আসি ।।