রাধারমণ দত্ত রচিত গান নং ২৩

ও গুরুর পদে মনপ্রাণ দিলাম নারে
কর্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে ।।
মাতৃগর্ভে যে যন্ত্রণা মন রে করলায় গুরু আরাধনা
ভূমিতে পড়িয়া মন রে সবই পাসর না ।।
শিশুকালে মায়ের কোলে বাল্যকাল গেলো হেলে
যৌবনকালে গেলো কামিনীর কাম রসে ।।
ভাইরে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
চরণ পাবো পাবো বলিয়া দিন তো গেলো গইয়া ।।