রাধারমণ দত্ত রচিত গান নং ৯১০

যার মুখে হরিকথা নাই, মন তার কাছে তুমি যাইও না
মন রে একাই এসেছ ভুবন মাঝারে
অবিলম্বে কর যাহা করিবারে
দুদিনের খেলা দুদিনে ফুরাবে অনন্ত সাগর মাঝে।
মন রে হরিনাম গাও, হরিনাম লও
হরিনামে সদা সুখে রত হও
হরিনামে গীত গাও অন্য গীত গাইও না।।