রাধারমণ দত্ত রচিত গান নং ২৫৭

বাছা নিমাই চাঁন্দরে, হায়রে আমার প্রাণের বাছা নিমাই চাঁন্দ রে ।
তোমরা নি দেইখাছো আমার নিমাই চাঁন রে নগরবাসী রে ।।
কাল কথাটি কাল হইলো, কাল নিদ্রায় প্রবেশিলো রে ।
কালনিদ্রা চৌখে দিয়া আমার নিমাইচাঁন সন্ন্যাসে গেলো ।।
ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া, কে রাখিবো প্রবোধ দিয়া রে ।
শচীরাণী মা জননী কেমন করে রবো গৃহে ।।
ভাইবে রাধারমণ বলে রাইখো নিমাই চরণতলে ।
অন্তিমকালে জিহ্বায় যেন, নিমাই নিমাই বইলে ডাকে রে ।।