বন্ধু নিদারুণ শ্যাম তোমারে পাইবার লাগি কান্দি জনম গয়াইলাম ।।
তুমি আমার নয়নমণি তুমি অনুপম
তোমার দেখা পাইবার লাগি কত স্থানে ধুড়িলাম
সাগরে নগরে ধুড়ি বৃথা সময় কাটাইলাম
দিবানিশি ঘুরি ফিরি তোমার দেখা না পাইলাম ।
পাইলাম নারে তোমার দেখা তুমি আমার বাম
আমি মইলে তুমি দোষী নিশ্চয় জানিও কইলাম ।
তোমার প্রেমে প্রেমিক হইয়া স্ত্রীপুত্র ছাড়লাম
বন্ধু বন্ধু বন্ধু বলি উদাস হইয়া ভরমিলাম
ভাবিয়া রাধারমণ বলে তুমি বন্ধু শ্যাম
যুগে যুগে কতই পাইলো আমি না পাইলাম ।।