গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
দয়া করে তুলে নেও মুই অতি অভাজন।
নিষ্ঠাকাষ্ঠে যোগান বারি, ভক্তির অনল প্রেমবারি
কাজে কয়লা হয়না দাহন
দিবারাত্র বিরাম নাই, কলের কোঠায় রুপসনাতন
দমকলেতে চাপি দিয়া চালায় তারে মহাজন
দোকানদার চতুষষ্ঠী কেনাবেচায় রসিকজন
পলকে পলকে চলে গাড়ি বসে দেখে রাধারমণ।।