রাধারমণ দত্ত রচিত গান নং ১৫০

আনন্দ মগন গৌরহরি
প্রেমে ভাসাইলো নদীয়াপুরী ।।
রাধাভাবকান্তি অঙ্গেতে পইড়ি
রাধাপ্রেমঋণ শোধিতে হরি ।।
নিতাই সহ অদ্বৈত ত্রিপুরারি
গদাধর দাস প্রেমলহরী ।।
রামানন্দ ঘোষ প্রেম সঞ্চারি
জগতে বরষিলো ভক্তির বারি ।
চৌষট্টি মোহন্ত ব্রজের নারী ।
রুপসনাতন প্রেমভিখারী ।।
চণ্ডীদাসাদি রসিক বিস্তারী
সর্বগুরুগণ বন্দনা করি ।।
অকূলপাথারে নাহিকো তরী
গুরুকৃপা বিনে কেমনে সারি ।।
শ্রীগুরু গৌরাঙ্গ করুণা করি
তারো শ্রীরাধারমণ ভিখারী ।।