আনন্দ মগন গৌরহরি
প্রেমে ভাসাইলো নদীয়াপুরী ।।
রাধাভাবকান্তি অঙ্গেতে পইড়ি
রাধাপ্রেমঋণ শোধিতে হরি ।।
নিতাই সহ অদ্বৈত ত্রিপুরারি
গদাধর দাস প্রেমলহরী ।।
রামানন্দ ঘোষ প্রেম সঞ্চারি
জগতে বরষিলো ভক্তির বারি ।
চৌষট্টি মোহন্ত ব্রজের নারী ।
রুপসনাতন প্রেমভিখারী ।।
চণ্ডীদাসাদি রসিক বিস্তারী
সর্বগুরুগণ বন্দনা করি ।।
অকূলপাথারে নাহিকো তরী
গুরুকৃপা বিনে কেমনে সারি ।।
শ্রীগুরু গৌরাঙ্গ করুণা করি
তারো শ্রীরাধারমণ ভিখারী ।।