আমি জানলাম রে নিষ্ঠুর কালা
তোর পিরীতি ।।
আর প্রথম পিরীতি করি
আইলায় নিতি নিতি ।
ওয়রে অখন বুঝি করিয়া যাবায়
আচম্বিতে ডাকাতি ।।
আর কেওরের পিরীতি আইসা যাওয়া
কেওরের পিরীত নিতি ।
ওয়রে কেওরের পিরীত সোনা রুপা
কেও কিনিয়া দেয় ধুতি ।।
আর ভাইবে রাধারমণ বলে
শোনো গো যৈবতী
ওয়রে ব্রজপুরের মাঝে তোমরা
কয়জন আছো সতী ।।