রাধারমণ দত্ত রচিত গান নং ৬২৮

বন্ধু বিনোদ রায় অভাগিনী ডাকি বন্ধু আমায় দেখা দাও
চাতক রইলো মেঘের আশে রে বন্ধু মেঘ না হইলো তায়
মেঘ না হইলে চাতকিনীর কি হবে উপায় ।
ডাকিতে ডাকিতে বন্ধু নিশি গইয়া যায় ।
ভ্রমরায় ঝংকারে বন্ধুরে ডাকে কোকিলায় ।
কার কুঞ্জে গিয়াছো বন্ধুরে ভুলিয়া আমায়
সরল প্রাণে গরল দিলো নিঠুর কালায় ।
ভাইবে রাধারমণ বলে রে বন্ধু হায় মরি হায়
আমারে অসুখি করে শ্যাম রইলো কোথায় ।।