বন্ধু বিনোদ রায় অভাগিনী ডাকি বন্ধু আমায় দেখা দাও
চাতক রইলো মেঘের আশে রে বন্ধু মেঘ না হইলো তায়
মেঘ না হইলে চাতকিনীর কি হবে উপায় ।
ডাকিতে ডাকিতে বন্ধু নিশি গইয়া যায় ।
ভ্রমরায় ঝংকারে বন্ধুরে ডাকে কোকিলায় ।
কার কুঞ্জে গিয়াছো বন্ধুরে ভুলিয়া আমায়
সরল প্রাণে গরল দিলো নিঠুর কালায় ।
ভাইবে রাধারমণ বলে রে বন্ধু হায় মরি হায়
আমারে অসুখি করে শ্যাম রইলো কোথায় ।।