কালার সঙ্গে প্রেম করিয়ে গো লাঞ্ছনা তোমার । এগো কেন গলে দিয়াছিলে প্রেম ফুলহার পুরুষেরই এমন ধারা আগে প্রেম বাড়ায় গো তারা হয়ে গেলে মতলব সারা একলা সে হয় পার ।। ঢুলু ঢুলু দুইটি আঁখি তারার পাতা ভার রাধারমণ বলে শীঘ্র করি প্রাণ রাখ রাধার ।।