রাধারমণ দত্ত রচিত গান নং ১০১৫

রানী ডাকরে ব্রজের মাইয়া
শ্যাম সুন্দরের অধিবাসের সুন্দা বাট যাইয়া।।
শীতল ও পাথরখানি মধ্যে করি লইয়া
সারি সারি সব রমণী এক বিছানায় বইয়া।।
শিলোপরি বইছে ধরি হস্তে হস্তে লইয়া
আস্তে আস্তে কমল করে নিরেখ করে বসিয়া।।
সুন্দা বাটিয়া সব যুবতী খুশিবাসি হইয়া
স্বর্ণ কাবুল পূর্ণ করি থইছে নিয়ে ভরি
রমণ বলে অধিবাসের বিছানা কর যাইয়া।।