শ্যাম নটবর বংশী কে যাবে নিহারিতে ।।
চল সখি কে যাবে যমুনায় জল আনিতে ।।
উন্মত্ত রথের সারথি মদমত্ত ছয়টি হাতে ।।
কইরে সংহতি যুবতী যায় জল আনিতে
আঁখির ঠারে ভরবো বারি রাখবো হৃদয় কলসীতে ।।
মনতুলসী ভাবের চন্দন জ্ঞানপুষ্প করিয়া অর্পণ
শ্রীচরণে কইরে সমর্পণ
যার জলে স্নান করাবো মুছবো চরণ কেশেতে ।।
ইন্দ্রমণি বানের স্বরে বিন্দিলো শ্যাম নটবরে কালিন্দ্রির তীরে
নিবিড়ে পাই যদি তারে প্রেমলতায় বেন্দে তারে
রাধারমণ রইলো এই আশাতে ।।