রাধারমণ দত্ত রচিত গান নং ৮৬৬

শ্রীরাধার প্রেমবাজারে নির্বিকারে উজ্জল রসের বেচাকিনি।।
হইয়ে সিন্ধুমথন অমূল্যরতন কতই চান্দের হয় আমদানি।
এ যে সজল রসে ঢাকা দেখো মদনগঞ্জে হয় রপ্তানি।।
যে হাটের মূল মহাজন মদনমোহন তৈল সারা করে কামিনী
রসের আশি ওজন কীটের মতন কাম রেখে হইয়ে নিস্কষিনী।।
ধীর শান্ত ধীর ললিত পায়ের খেয়ানী
অকূল গঙ্গাসাগর উঠেছে লহর শ্রীরাধারমণের বাণী।।