রাধারমণ দত্ত রচিত গান নং ২৬০

ভজ ও মন প্রভু শ্রীকৃষ্ণচৈতন্য
অবধূত নিত্যানন্দ রায় ।।
ভজো অদ্বৈত শ্রীবাস প্রিয় গদাধর দাস
শ্রীনিবাস রামানন্দ রায় ।
অনর্পিত প্রেমবারি সিঞ্চিলো জগৎ ভরি
রাধাপ্রেমে অবনী ভাসায় ।।
শ্রীনন্দ নন্দন হরি নবদ্বীপে অবতার
প্রেম নাহি মাগে অবলায় ।
অতি হীন অকিঞ্চনে ভজন বিহীণ জনে শ্রীরাধারমণ গায় ।।