রাধারমণ দত্ত রচিত গান নং ২৫

ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি
অজ্ঞানকে দেও আহুতি, ভব বন্ধন হবে মুক্তি
কর ভক্তি সাধনা
ও মন, শ্রীরাধারমণের আশা, শ্রী গুরুচরণ ভরসা
গুরু কৃষ্ণরুপে রে মন তাইকি জানো না ।।