ত্রাহিমাং শ্রীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে
অকূল ভবসাগরে ডুবিয়া মরিলু হে ।।
বিফল মানব দেহ তোমা না ভজিলু হে
মোহবশে আত্মরসে তোমা পাশরিলু হে ।।
সাধুসঙ্গ গুরুসেবা কিছু না করিলু হে
না হইলো নামে রুচি নাম না জপিলু হে ।।
পতিত পাবন গৌরা পুরানে শুনিলু হে ।
শ্রীরাধারমণ কেন অকূলে ভাসিলু হে ।।