রাধারমণ দত্ত রচিত গান নং ৩৮৩

কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখি
কোন দেশেতে যাই ।।
কৃষ্ণ প্রেমে উন্মাদিনী নগরে বেড়াই
শ্যাম প্রেমেতে কাঙালিনী রাই ।।
ছিলো আশা দিলো দাগা আর প্রেমে কাজ নাই
বিচিত্র পালঙ্ক পাতি শইয়া নিদ্রা যাই ।।
শইলে স্বপন দেখি শ্যাম লইয়া বেড়াই গো
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই
পাইলে শ্যামকে ধরবো গলে ছাড়াছাড়ি নাই ।