কপালের দুষ দিমু কারে সকলই কপালে করে
সুখের সাথী জগৎ ভরা দুঃখের সাথী নাই সংসারে।।
আগে যদি জানতাম ভাইরে ডাকাইতে ডাকাতি করে
ফাঁকি দিয়া নেয় গো মোরে বান্ধিয়া দেয় জেলের ঘরে।।
ভাইবে রাধারমণ বলে ঠেইকলাম ভবের মায়াজালে
ভাইরে এ ভবের বাজারে গিয়ে লুহা কিনলাম সুনার দরে।।