রাধারমণ দত্ত রচিত গান নং ৯৭৭

খুলি নেও গলার হার গো ললিতে
ললিতায় নেও গলার মালা, বিশখায় নেও হাতের বালা
সুপ্রিয়া নেও কানের সোনা নাই আশা।।
আমি মইলে ঐ করিও না পুড়িও না গাড়িও
আমারে বান্ধিয়া থুইও মগডালে।
নিষ্ঠুর আইলে জিজ্ঞাসিবে রাই মরিল কি জন্য
তোমরা বলিও মরিছে প্রেম জ্বালায়।