মহর্ষি মনোমোহন দত্ত রচিত গানসমূহ
- অকূল সাগরে ভাসিলো তরণী (গান নং ৩৪৬)
- অকূলে ভাসে তরী, গেছে বেলা (গান নং ৩৮৯)
- অখণ্ড ব্রহ্মাণ্ড জোড়া, পরমাত্মা যদি হয় (গান নং ৯৫)
- অচেনা এক পাখি আমার খাচার ভিতর করে খেলা (গান নং ২২৯)
- অনন্ত পাথারে ভাসায়ে আমারে, নিতেছে না জানি কে কোথায় (গান নং ১৬৭)
- অনেক দিন হয় গেছে ভেসে, বিচ্ছেদসাগরে তরী (গান নং ৭৫)
- অনেক দিন হয় পথ দিয়াছি, যাবো বলে তোমার কাছে (গান নং ১৭৮)
- অন্তরে আনন্দ সদা কৃষ্ণ কৃষ্ণ রাধা (গান নং ১৪৩)
- অন্য খেলা খেলবো না, আর অন্য কথা তুলবো না (গান নং ৪০৭)
- অপরুপ রুপ অতি, হেরিয়ে সে বরণ (গান নং ৮৮)
- অভাব স্বভাব তুমি, তুমি পূরণ অপূরণ (গান নং ৪২২)
- অমৃতময় রবি করুণা কিরণ দানে (গান নং ২৩৭)
- অরুপ পানে আর যাইয়োনা মন (গান নং ৯২)
- অসুরে বিনাশে সুরপুরী (গান নং ১১৭)
- অহং প্রতিমা ওঁ তৎ সৎ, ব্রহ্মরুপ জয় দয়াময় (গান নং ৯০)
- অহিংসা পরম ধর্ম, সত্যই যদি সত্য হয় (গান নং ৪১৯)
- আঁখি নীরে টেনে আনে, প্রাণের প্রাণ কাছে (গান নং ১৪১)
- আগে যদি জানতে তুমি, কান্দতে হবে কাঁদালে (গান নং ৩২৬)
- আজ একটি রঙ্গের কথা বলতে এলেম (গান নং ৩৬৬)
- আজ কেন রে এমন লাগে, বুক খালি বুক খালি (গান নং ৩৩০)
- আজ কেনরে এমন লাগে, কি জানি হারিয়ে গেছি (গান নং ১৯৭)
- আজব দুনিয়া ভাই বড় তামাশা (গান নং ৩৮৮)
- আজি প্রভাতে কি আনন্দ, পেয়ে তব আশীর্বাদ (গান নং ৪২৫)
- আট রশীতে বেঁধে রেখে, ডাকছে বলে আয়রে আয় (গান নং ২৫৮)
- আদম খোদা মইত কহজি (গান নং ২৭৭)
- আদরেতে ভালবাসা, সঙ্গে লয়ে সঙ্গিনী (গান নং ১৭৪)
- আধার রেতে পথ ভুলিয়ে (গান নং ৪০৩)
- আধারে ডুবিলো রবি রে মন, মানুষ ছবি (গান নং ৪১৮)
- আনন্দ নন্দিনী, যোগেশ বন্দিনী (গান নং ৩১৪)
- আমাতে কি আর আমি আছি (গান নং ৩২২)
- আমার আমিত্ব লয়ে, ধেয়ে চলিয়াছি ভেসে (গান নং ১৭৯)
- আমার কথা শোনেনা সে, তার কথা শুনিনা আমি (গান নং ৪৭)
- আমার ভাঙ্গা প্রাণ কে দিবে জোড়া (গান নং ৩৮৪)
- আমার মত বোকা কয় জনা (গান নং ৪০২)
- আমার মন পাখি মিশিতে চায়, যেয়ে ঐসব পাখির দলে (গান নং ২৩)
- আমার মন ভুলান ধন (গান নং ৩১৫)
- আমার সংসার নয়তো রে ভাই, ওটা একটা পান্থশালা (গান নং ৩৫)
- আমার সবখানা মন পুটলী বেঁধে, রেখে দিলাম তোমার কাছে (গান নং ২১৭)
- আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেয়োনা হে দয়াল হরি (গান নং ১৫৮)
- আমায় তুমি নেওনা টেনে (গান নং ২৫১)
- আমি আমার ধর্মাধর্মের সত্য পরিচয় (গান নং ২৪৭)
- আমি আর কিছু জানি না (গান নং ৫২)
- আমি কি তার সঙ্গ ছাড়া হই (গান নং ১১৪)
- আমি কি তোমার ভজন জানি (গান নং ১৫৬)
- আমি কি মরারে ডাকি (গান নং ২১১)
- আমি কেমন করে বাধ্য করি মনমত্ত করীরে (গান নং ২৬)
- আমি ঘুমিয়ে ছিলেম, কে আমাকে জাগালি ডেকে (গান নং ৩৪৫)
- আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় (গান নং ৩৩)
- আমি দয়াময় নাম ধরেছি (গান নং ২৭৪)
- আমি বিদেশীর বেশে (গান নং ৪২৯)
- আমি ভুলি না তোর ফাঁকা ডাকে (গান নং ১৪)
- আমি যা হতে চাই, তাই দিবেনা, তাতেই কেবল ধরবে আড়ি (গান নং ১১৫)
- আরজি করলেম গুরু, তোমার রাজ দরবারে (গান নং ১৬৯)
- আলোকে আঁধারে, বহুরুপ ধরে নিশি দিবা করো খেলা (গান নং ২৫৩)
- আলোকের পূর্ণ ছবি, আর কত কাল রবে দূরে (গান নং ৬৪)
- আসমান বইয়া কথা কয়, জমিন বইয়া শোনে (গান নং ৪২৪)
- আসিতে পথ ভুলিয়া, গিয়াছি দূরে সরিয়া (গান নং ২৫০)
- আহলাদিনী শক্তি তুমি দয়াময়ী গো জননী (গান নং ৩০৭)
- আড়াল থেকে চুপি দিয়ে, কি জানি কি কয়ে যায় (গান নং ১৯৫)
- আয় যাবি মন দেখে আসি (গান নং ২৪০)
- আয়না সখা, নয়ন বাঁকা (গান নং ৩১৭)
- আয়রে বাতাস বেগে ছুটিয়া (গান নং ৩২৮)
- ইহা উহা করি বলে, থাকতে নাকি পাওনা ঠাই (গান নং ২২০)
- ইহাই এখন মন ঠিক বুঝে রাখ (গান নং ৩৪৮)
- উঠলে পড়তে হবে বলে উপরে উঠিনা (গান নং ৪১২)
- উদাস প্রাণে বুঝতে নারি কারে জানি চায় (গান নং ২৩১)
- উৎসর্গ হইলো প্রাণ, আজি তব শ্রীচরণে (গান নং ৪১৫)
- এ কি হেরি চমৎকার (গান নং ২০৬)
- এ ক্ষুদ্র আঁধারে, জ্ঞান বিচারে, কে বুঝে তোমারে (গান নং ৪২৬)
- এ বিশ্বে সর্বস্ব ধন তোমার দয়াল নাম (গান নং ১৫১)
- এই যে বিপুল বিশ্ব, আমি পরমাণু তার (গান নং ২০৫)
- একবার আমায় দে মা ছুটি (গান নং ১০৯)
- একীভূত লীলার আঁধার শিবভক্তি মাধব (গান নং ১৫০)
- এপার থেকে জানতে চায় মন, ও পারের খবর (গান নং ২২৬)
- এসে আমি ছিলাম ভালো, এখন বড় লাগে ভয় (গান নং ৩৬৭)
- এসেছে পথিক, অতিথির মতো তব দ্বারে (গান নং ১৬৬)
- এসো মাগো হাস্যময়ী, হাস্য করো একবার (গান নং ৩০১)
- ঐ শোন বাজে বাঁশি, যমুনা পুলিনে (গান নং ১৩২)
- ও মন যাবে যদি ভবপারে (গান নং ৪০৬)
- ওগো চিন্তে, আমি থাকতে তুই যাবি কই (গান নং ৩৯৩)
- ওগো বিদেশিনী বালা (গান নং ১১৬)
- ওরে মন বুলবুল পাখি (গান নং ১০)
- ওরে মন মাঝিরে (গান নং ২৯৪)
- ওহে আমার দয়াল হরি (গান নং ১৬০)
- ওহে আমার প্রাণের হরি, এই করে দাও আমারে (গান নং ৩৯৮)
- কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুয়ায় (গান নং ১৮৩)
- কইরে খোকা, ডাকতেছে মা, আয়না ধেয়ে মায়ের কোলে (গান নং ১০৭)
- কও দেখি মন আমার কাছে, তুমি হিন্দু না কি মুসলমান (গান নং ২৮১)
- কঠোর মধুর সদয় নিদয়, তোমারি লীলা কৌশল (গান নং ১৭২)
- কথায় বলে ধর্ম কর্ম, সকলই তোমার কার্য (গান নং ৪৪)
- কবে তুমি আমার হবে (গান নং ৫৬)
- করি করি কি করি, তাই ভেবে দেখি কই (গান নং ২২২)
- করিবো তোমার পূজা বাসনা অন্তরে (গান নং ৩০২)
- করো প্রভু জ্ঞানের উদয় (গান নং ৩৪২)
- করো বা না করো কাম, নাম সত্য জেনে রেখো (গান নং ৩৯৯)
- কর্মযোগে থাকে যদি, একদিন তবে পাবি দেখা (গান নং ২২৪)
- কাজ কিরে মন গয়া গঙ্গা, যেয়ে কুরুক্ষেত্র কাশী (গান নং ৪২)
- কামে প্রেম করিলো বিনাশ (গান নং ৬৯)
- কার কে, কে কার, যে যার, সে তার (গান নং ১৯৮)
- কার ভরসা করো রে ভাই, ও সাধু বেপারী (গান নং ৩৪৩)
- কালী নাম কৃষ্ণকান্তি, শিবযোগ দয়াময় (গান নং ৮৩)
- কি আর চাহিবো নাথ, তোমারে ছাড়ি (গান নং ৩৭৫)
- কি করি বিপাকে পড়ি, হলেম এবার দু মনা (গান নং ২৭)
- কি চিন্তা করবে মন, নিশ্চিন্তে বসিয়া থাক (গান নং ২৯৭)
- কি ছার মিছার অহঙ্কার (গান নং ৫০)
- কি শোভা ধরেছে আজি অপরুপ মনোহর (গান নং ৩৯৬)
- কি হেরি বিকট দৃশ্য, কোলাহলে পূর্ণ বিশ্বমেদিনী (গান নং ৬৬)
- কুঞ্জবনে রাধা সনে শ্যামরায় (গান নং ৩২৯)
- কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী তারা (গান নং ১৩০)
- কে জানে তার রুপের অন্ত, কতই রুপ সে ধরে (গান নং ৪২১)
- কে তুমি কি কাজ করতে, এসেছো এই মর্ত্যভূমে (গান নং ৪৯)
- কে তুমি কৌতুকময়ী মৃদূ মধুর হেসে (গান নং ২৯০)
- কে তুমি বিদেশীর বেশে দাও পরিচয় (গান নং ২০০)
- কে তুমি ভয়ঙ্করী রুপে, এসো না আমার কাছে (গান নং ১১১)
- কে বলে শ্যামা মা কালো (গান নং ১১০)
- কে বামা নিরুপমা শ্যামা, অধরে অলক্ত মাখা (গান নং ৯৯)
- কে যেন আমারে লুকিয়ে ডাকে মনমাঝে (গান নং ২১০)
- কেন গো তুই শ্মশান বাসিনী (গান নং ১২৭)
- কেন প্রাণ টানে এত রমণীর পানে (গান নং ২৩২)
- কেন রে ব্যাকুল মন ঘুরে ফেরো নিরবধি (গান নং ৩২)
- কেন রে ব্যাকুল মন, ঘুরে ফেরো নিরবধি (গান নং ৪০০)
- কেশব হরি মাধব হে (গান নং ৩২০)
- কৈবল্য কেবলং শিব তোমারই মধুর নাম (গান নং ১৪৭)
- কোথা গো করুণাময়ী, করুণা করো কিঙ্করে (গান নং ১০৩)
- কোথাও যাইনি আমি তোদেরে ছেড়ে (গান নং ২৭৫)
- কোথায় পাবো এত ভক্তি, এত প্রেম কোথায় পাবো (গান নং ১৫৫)
- খুলে দাও শান্তির দুয়ার (গান নং ১৬৪)
- খেয়া দেয় ঘাটে, করুণা সুন্দরী (গান নং ১০২)
- খোদে খোদা আল্লা রাধা দোস্ত মোহাম্মদ (গান নং ২৮০)
- গাঙ্গের তলায় পাখির বাসা, গাছের মাথায় জল (গান নং ৩৫৮)
- গায়েবী আওয়াজে কয় শুনরে মুসলমান (গান নং ২৭৮)
- গিয়েছো যদি অমর ধামে আনিতে অমৃত বারি (গান নং ২৭৩)
- গুরু কল্পতরু মূলে (গান নং ৭৪)
- গুরু পদ তরী সাজাইয়া (গান নং ২৯৮)
- গুরু সত্য ব্রহ্মময় (গান নং ৪১০)
- চল চল চল, বসে থাকা ভালো নয় (গান নং ৪৮)
- চাইনা বেহেস্ত, চাইনা দোজখ (গান নং ৩৬২)
- চাপলে কি রয় প্রাণের হাসি, ঠোটের কোণে ফুটে পড়ে (গান নং ১৩৯)
- চিনতেম যায়, না চিনে তায়, স্বভাবের অভাবেতে (গান নং ৪২৮)
- চিন্ত সে অচিন্ত্য ধনে, ওরে ও মন চিন্তামনি (গান নং ১০০)
- চিন্ময় মানুষ ছবি, ভাবরে মন মানুষ (গান নং ৯১)
- চিরদিন অসমর্থ তব আজ্ঞা পালনে (গান নং ৪১৪)
- চিৎকারে জগৎবাসী, বিকারেতে নাহি সুখ (গান নং ৩৯)
- চুপ করে মন ডুব দিয়ে থাক, ব্রহ্মনন্দ রুপ সাগরে (গান নং ৪২৩)
- চুপি চুপি খেলা করো হৃদয় আড়ালে বসি (গান নং ১৩৬)
- চেয়ে দেখ তুই আপনাকে (গান নং ৪১১)
- চেয়ে দেখ নিবাসেতে, স্নেহময়ী মা তোমার (গান নং ১২৫)
- ছনের ছানি টিনের ঘরে বিবাদ করে নিরালা (গান নং ৩৬৩)
- ছল ছল আঁখি মম, কি জানি কি চায় রে (গান নং ১৪২)
- ছাড়িয়ে ধর্ম বিবাদ, সাধরে কল্যাণ (গান নং ২৯২)
- ছাড়ো মন কুজন সঙ্গ রঙ্গ (গান নং ২৯)
- জগত জননী জাগো, জাগো মাগো দয়া করে (গান নং ১১৮)
- জাগ মা জাগ মা জাগো, জাগো জগজ্জননী (গান নং ১১৯)
- জানিলাম আজ মনের আশা হইবে পূরণ (গান নং ৩৫৩)
- জানোনা কি মনের কথা (গান নং ৩০৬)
- জীবনে তোমায়, কভু যেন ভুলিনে (গান নং ৬৭)
- জীবে শিবে কত প্রেম জানাবো তাই কেমনে (গান নং ১৪৮)
- জুড়াতে প্রাণের জ্বালা, ডাকি তোরে মহাপ্রাণ (গান নং ৭১)
- জ্বাল জ্বাল জ্বাল প্রেমের বাতি, হৃদি আলো করে (গান নং ২৩০)
- জয় সত্যং শিব সুন্দর, রুপ মনোহর (গান নং ১)
- টাকার থলি ভিক্ষার ঝুলি, দুজনাতে ভারী গোল (গান নং ৩৬৫)
- ডাক ডাকরে কাঙ্গালের পাখি, ফাকি দিয়ে যাসনা উড়ে (গান নং ১২)
- ডাক দেখি মন ডাকার মত (গান নং ১৫)
- ডাক দেখিরে ডাকার মতো (গান নং ৩৩৬)
- ডাকলে যে জন দেয় না সাড়া, কি হবে আর তারে ডেকে (গান নং ১৩)
- ডুব দিয়োনা ভেসে থাকো, হাসি রাশি প্রাণের মাঝে (গান নং ১৯৬)
- তরী বাইয়া যারে নাইয়া, জুমারি জুমারি (গান নং ৩৮১)
- তার নাম শুনে উদাসী হয়ে গেছে দু নয়ন (গান নং ৩৩১)
- তার সনে মন হওরে মাখা, যেজন তোরে ভালবাসে (গান নং ৬১)
- তারা চলছে বেয়ে দেখতে পেয়ে, ধেয়ে যেয়ে নায়ে চড়েছি (গান নং ৭৬)
- তারে কাছে ডেকে আন, তারে কাছে ডেকে আন (গান নং ১৬)
- তারে ডাকতে জানলে দিত দেখা, কইত কথা আমার সনে (গান নং ৯)
- তারে নারে তানা না না (গান নং ৩৬৮)
- তিন তারের এক বীণা আছে (গান নং ৫)
- তুমি আপন কিংবা পর (গান নং ২০৮)
- তুমি আলোকে পূর্ণ রবি (গান নং ৮৬)
- তুমি কাছে ডেকে নিলে, আমি কি আর দূরে যাই (গান নং ১৬৮)
- তুমি তোমার আমি আমার, এই কথাতে জগত চলে (গান নং ৩৮৬)
- তুমি না জানাইলে তোমারে কে জানে (গান নং ৮০)
- তুমি বেদাতীত মায়াতীত, সে কথা আর জানতে চাইনা (গান নং ২৩৩)
- তুমি হে সকলের আদি, অনাদি পুরুষ প্রধান (গান নং ৩৬০)
- তোমার এইসব ভেল্কিবাজী, বুঝে ওঠা ভার (গান নং ২৫৬)
- তোমার কাছে যেতে প্রভু দাও আমারে পথ করে (গান নং ১৫৭)
- তোমার কৃপাসিন্ধু মাঝে, আমার পাপ বিন্দু পড়ে (গান নং ৪০১)
- তোমার দয়াল নামের দোহাই দিয়ে ভেসেছি ভবসাগরে (গান নং ২৩৫)
- তোমার ভুল ভাঙ্গা রুপ ব্রহ্মময় (গান নং ৯৩)
- তোমার মধুর নাম যে ধরে সদা অধরে (গান নং ১৮৮)
- তোমারই মহিমাগুণ, গাহিবো পূরবী তানে (গান নং ৩)
- তোমারই লাগিয়ে শুধু, তোমায় ডাকি প্রাণপুতুল (গান নং ২২৮)
- তোমারই সৃজিত বিশ্ব, তোমাতেই হবে লয় (গান নং ৮৯)
- তোমায় না হলে একেবারে ভালো লাগেনা যে মন আমার (গান নং ২১৮)
- তোর ছেলে মা তুই সামলে রাখ (গান নং ১১৩)
- তোর সনে মোর আছে কি সম্বন্ধ (গান নং ২৫৪)
- তোরা কে কে যাবি আয়, নদীয়ায় ভাই (গান নং ২৬৭)
- তোরা পারি দিতে তরী নিয়ে, ভাসগে যা অকূল পাথারে (গান নং ১৮০)
- ত্বং নমামি সিদ্ধি বিঘা আরাধ্যা ভুবনেশ্বরী (গান নং ৩০০)
- থাক থাক থাকরে তোরা, ভরা গাঙ্গের পাড় (গান নং ৩৫৪)
- থাকলে সে তো ডাকলে দেখা দিত আমারে (গান নং ১৯)
- থাকি যেন আনন্দ ভিখারী (গান নং ৫৪)
- দরদি, কয়ে দে তার নিগম কথা, তারে পাবো কই (গান নং ৩২৪)
- দাও হে পূর্ণ বল, সামীপ্য সাধনে দয়াময় (গান নং ৩৫৫)
- দিনের দিন কি এমনি যাবে (গান নং ৩৯১)
- দীন হীনের কান্না শুনে, দয়া যদি হয় তোমার (গান নং ১২০)
- দীনবন্ধু বলে আমি ডাকিবো না তোমায় আর (গান নং ৩৮২)
- দীনবন্ধু হে, দীনের পানে ফিরে চেতে যদি তব দুঃখ হয় (গান নং ২১৫)
- দুর্বল হৃদয় দিয়া কেমনে ডাকিবো তোরে (গান নং ১৬২)
- দূর বটেনা পর বটে সে, আপন ঘরের আপন সাঁই (গান নং ২১৪)
- দেখবো বলে আশা করে বসে আছি অনিবার (গান নং ৬০)
- দেখি দেখি হৃদিমাঝে অমনি লুকায়ে যায় (গান নং ২৫৯)
- দেখে আমি তাজ্জব হয়েছি (গান নং ২১৯)
- দেহ মন পবিত্র হইবে যদি (গান নং ৩৮৭)
- দোল দোলা দোল পুতুল খোকা (গান নং ৩৭)
- দয়া আমার মা জননী, দয়াময় বাবা (গান নং ২৯৩)
- দয়াময় নাম মহামন্ত্র, গুরু দিলো আমার কানে (গান নং ২৬৪)
- দয়াময় নাম সুধাকরে বিতরে অমৃত কিরণ (গান নং ২৪৫)
- দয়াময় রাজ্য করো হৃদয়েতে (গান নং ৫৫)
- দয়াময় রুপে হৃদি, আলো কর নিশা দিবা (গান নং ৫৩)
- দয়াময় স্বভাবে দাও হে আশ্রয় (গান নং ১৬৫)
- দয়াময়, কে জানে তব কৌশলে (গান নং ১৭১)
- দয়াময়ের পূর্ণ আবির্ভাব হইলো জগতে (গান নং ২৩৬)
- দয়াল নাম সুধাকরে বিতরে অমৃত কিরণ (গান নং ৪২০)
- ধন্য ধন্য দয়াময় নাম, শ্রী আনন্দ অবতারে (গান নং ২)
- ধর ধর তোর পোষা পাখি, যেতে দিসনা তারে উড়ি (গান নং ৭০)
- ধীর গম্ভীর মনে, ব্রহ্মনাম গাওরে (গান নং ৩৫০)
- ধীরে ধীরে আঁখি নীরে, কি জানি কি কথা কয় (গান নং ৭)
- ধূ ধূ করি শুধু হৃদয় শ্মশানে, অনলে অনিলে পেতে দিছো খেলা (গান নং ২০৭)
- নদীয়ায় চাঁদের হাট বসেছে (গান নং ২৬৬)
- নবঘন নিবিড় কাল, সিতশ্যামল, কর্পূর ধবল জগজন মনোহারী (গান নং ১৪৯)
- নমস্তে নিখিল মঙ্গলদায়িনী (গান নং ৯৭)
- নমোঃ হরি শিব গঙ্গা, কালী কৃষ্ণ কেশব (গান নং ৮২)
- না দিলে প্রেম সোহাগা, কেলে সোনা গলবে কীসে (গান নং ৬৩)
- নাম ধরিয়া ডাকলে পরে, উত্তর কি তার পাওয়া যায় (গান নং ১৭)
- নাম বলবো না আমি কে (গান নং ৩৭৩)
- নাম লইয়ে ডাকা তারে কেবলই বৃথা (গান নং ২০)
- নামে রুপে দুজনাতে লাগলো ঘোর বচসা (গান নং ৩৬৯)
- নামের এমনি নেশা, হারায়ে দিশা, বিষামৃত এক করে (গান নং ৫৭)
- নারদ ঋষি মনে খুশী, বীণা বাজায় হরিনামে (গান নং ৩৮৩)
- নালতা আর ধনে একদিন লাগলো ঘোর বচসা (গান নং ৩৬৪)
- নিশ্চয় জেনেছি আমি শ্রীপদে না পাবো স্থান (গান নং ৪১)
- নীরব নিশিথে আজি মনপ্রাণ খুলে (গান নং ৩০৯)
- নয়ন টানে টানে গো ঐ রুপের পানে (গান নং ২৮৪)
- পঞ্চে পঞ্চ যাবে যদি, না রবে বারণ (গান নং ১৮৬)
- পথ দেখায়ে দাও আমারে (গান নং ২৯৬)
- পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা (গান নং ২৮৯)
- পাগলারে মন, যে তোরে করেছে সৃষ্টি, ভাব তাহারে (গান নং ৩৭৪)
- পান তামাকে দুইজনাতে বিবাদ হয় (গান নং ৩৭২)
- পারলেম নারে স্বভাব বানাতে (গান নং ৩৭৯)
- পায় ধরে কই গুরু ভজো, যাইয়ো না মন কুপথে (গান নং ২৪৬)
- পুরাণ কথা জাগায়ে দে রে, নূতন হয়ে উঠুক ভেসে (গান নং ১২২)
- পূর্ণ প্রকটিত হরিনাম, হলো দয়াময় সাধনে (গান নং ২৭০)
- পোষ মানেনা জঙ্গলা পাখি (গান নং ২১)
- প্রভাতে অঞ্জলী পূরি, ভকতি কুসুমরাজি তুলি (গান নং ১৫২)
- প্রভু আমার এই মিনতি, দিনরাতি অভয় পদে (গান নং ১৬১)
- প্রভু তোমার কয়টি নাম পেয়েছি সুন্দর (গান নং ৩৪০)
- প্রভু হে প্রণব পতি অনাদি কারণ (গান নং ৮৫)
- প্রাণ ছুটে প্রাণ ধরে আনে, প্রাণের কাছে দিতে প্রাণ (গান নং ১৪০)
- প্রাণ দিলে কি ভুলা যায়, যে দিয়াছে সে জানে (গান নং ৩২১)
- প্রাণ দিয়ে যে ভালবাসে, প্রাণে তারে দেখতে চায় (গান নং ১৯২)
- প্রাণের কথা প্রাণই জানে, আর কারোরে জানতে দেয়না (গান নং ১৯১)
- প্রাণের খেলা বড়ই মধুর, খেলবি যদি আয় (গান নং ১৯৩)
- প্রেম কি কখন গাছে ধরে (গান নং ৩৩২)
- প্রেম বাজারে পরশমণি (গান নং ৩৩৮)
- প্রেম বাজারে হরির নাম লুট বিলায় (গান নং ২৭১)
- পড়বে মন তোতা পাখি ভজনের পাঠশালাতে (গান নং ৩৩৭)
- ফকীরি কি গাছের গোটা (গান নং ২৮৮)
- ফকীরি লইতে মোমীন মনে যদি আছে (গান নং ২৮২)
- ফকীরি লওয়া নয় সামান্য (গান নং ৩৮৫)
- ফাক তালে দুনিয়া ঘুরে সমের ঘরে বেদম ফাঁকি (গান নং ৩৬)
- ফিরে নাহি যাবো, দূরে না সরিবো (গান নং ৩১৮)
- বল লো সজনী আমার সে কই, সে কই (গান নং ১৮৯)
- বল লো সজনী আমি কোথা পাবো সে কারিগরে (গান নং ১৯০)
- বসিয়াছি তব দ্বারে, কোথাও যাবোনা ফিরে (গান নং ২৯৫)
- বহুরুপ ধরেছো বলে, স্বরুপ তোমার চিনতে নারি (গান নং ১৬৩)
- বাঁশি বাজিলে কি হবে (গান নং ১৩৫)
- বাজরে বাজরে বাজরে বীণে (গান নং ৬)
- বাজে বাঁশি মন উদাসী, দেখে আসি ত্রিভঙ্গ (গান নং ১৩৪)
- বারে বারে চাই যে আমি, মনটি আমার দিতে তোরে (গান নং ৩১)
- বাহিয়ে তরণী সকাল বেলা (গান নং ১৭০)
- বাহ্যভাবে শয্যা করে মনে করছো পারে যেতে (গান নং ৪০)
- বায়ুকোণে মেঘ সেজেছে, ছুটিলো তুফান (গান নং ২৫৭)
- বিনা সংগ্রামেতে শান্তি কখনও কি হয় (গান নং ৩৫১)
- বিভোর পরাণে তাহারে মাগি (গান নং ৩৩৩)
- বিলাসিতা লয় কর অবিলাস ভাব মনে (গান নং ৩৯৭)
- বিলাসেতে কর্মযোগ পেয়ে পূর্ণ অধিকার (গান নং ৪০৮)
- বিশ্বপতি বিশ্ব বন্দন, হরি বিশ্বহিতকারী (গান নং ১৫৩)
- বিষয় বাসনা যোগে আছে তব প্রেমমুখ (গান নং ৩৮)
- বীণা কি গাহিতে জানে গান (গান নং ৪)
- বুঝে বুঝলিনা তুই মন রে কানা (গান নং ২৪)
- বেলা গেলো সন্ধ্যা হলো (গান নং ২৯৯)
- বেশ তো আছো ভালো, বাজায়ে খেমটা তাল, ভেবে দেখনিরে মধ্যমান (গান নং ২২৭)
- ভক্তের ভাঙ্গা তরী, তোমায় লয়ে ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে (গান নং ৭৮)
- ভব ভাবে তরিতে যদি বাসনা (গান নং ২৬২)
- ভবের বাজার হাসপাতালে (গান নং ৩৭৭)
- ভরসা তোমার মাগো ভব সায়রে (গান নং ৩০৫)
- ভাং খেয়ে বিভোর ভোলানাথ, ববম ববম বাজায় গালে (গান নং ১৪৫)
- ভাব অভাবে খেলো তুমি সতত স্বভাবের খেলা (গান নং ২৫৫)
- ভাব গুরু ব্রহ্মময় পরম কারণ (গান নং ২২৫)
- ভাবতে ভাবতে একদিন ঘটে (গান নং ৩৭৬)
- ভাবরে মন ভবেশ, ভব ভয় নাশক (গান নং ১৪৪)
- ভাবান্তরে কেন ভাবাও (গান নং ৩৩৪)
- ভাবুক বোঝে ভাবের মরম, অন্য লোকে বোঝে কি (গান নং ২৮৭)
- ভালবাসি বলে রে শ্যাম, এত দাগা সয়ে থাকি (গান নং ১৩৭)
- ভুল বলে তুই হারাসনে রে মূল (গান নং ৭৭)
- ভূত ভাবে আবরিত কত বা রাখিবে আর (গান নং ১৪৬)
- মঙ্গলামঙ্গল তুমি, কাল কুলিক রজনী (গান নং ১২৪)
- মজিলো আমার মন নিবিড় আঁধারে (গান নং ৪১৩)
- মন কেনরে ঔষধ খাবি (গান নং ৪৩)
- মন ঘুড়ির দড়িটা তুই লয়ে মা আপন হাতে (গান নং ৩০৪)
- মন ঠিক কর, মন ঠিক কর (গান নং ৩৫৭)
- মন তুমি আছো কোন তালে (গান নং ৩৯২)
- মন তোমারই শ্রাদ্ধের আয়োজন (গান নং ২২৩)
- মন পাখি বিপাকে পড়ে ঘুরো না (গান নং ২৮)
- মন পাগল তুই মরবি কবে, মরবি কবে মরবি কবে (গান নং ২১৬)
- মন ভাব তোমারে আপন স্বভাবে (গান নং ১৭৬)
- মন মজরে ভজন মাধুরীতে (গান নং ৬৫)
- মন মাঝে যেন কার ডাক শোনা যায় (গান নং ২০৯)
- মন যাবি যদি মায়ের কোলে (গান নং ১০৮)
- মনমসী করি নিবারণ (গান নং ১০৪)
- মনে আশা যদি পাবে তারে (গান নং ৫৯)
- মনে মুখে আলাপ করে, অতি গোপনে (গান নং ৩৯০)
- মনের বল দাও মাগো, সর্বশক্তি স্বরুপিনী (গান নং ১২৩)
- মনের বল দাওহে প্রভু শিব সাধনে (গান নং ২৪৩)
- মরি মরি (গান নং ২০২)
- মরি মরি আমি থাকতে আমায় ধরা আর হলোনা ভেবে মরি (গান নং ৫১)
- মরি মরি কি আনন্দ, অপরুপ হৃদি মাঝে (গান নং ২০১)
- মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখো (গান নং ১০৬)
- মা তুমি গো সুরধুনী পতিত পাবনী সরলে (গান নং ৩১২)
- মা তুমি মা আমি তুমি, করুণা যাচে কিঙ্করে (গান নং ১২১)
- মা বলে আর ডাকবোনা মা তোরে (গান নং ৩১০)
- মা বলে মা তোমারে ডাকিলে (গান নং ১২৯)
- মা বলে যতই ডাকি মা (গান নং ৩১৩)
- মা মা বলে ডাকিতেছি, মা জানি কেমন (গান নং ১০১)
- মানুষ হয়ে মানুষ লয়ে করগে যা মানুষ লীলা (গান নং ২০৩)
- মানুষে করেনা কর্ম, শুধু ভাবে করে খেলা (গান নং ২৯১)
- মানুষে যা মন্দ বলে, তাই আমার কর্তব্য করণ (গান নং ২৬১)
- মায়াতে আছে দয়া, কায়াতে ছায়ার মতো (গান নং ২০৪)
- মায়ের গলে নয়তো মুণ্ডমালা (গান নং ১২৮)
- মিত্রামিত্র যোগে তব, সাধনা অতি সুন্দর (গান নং ১৭৩)
- মুছে দে মা মনের কালী (গান নং ৩০৩)
- মূলাধারে সদায় স্থিতি, সহস্রারে করে গতি (গান নং ৪০৯)
- মেয়ে কি মেয়ে অমনি মেয়ে, দেখতে চিৎকার (গান নং ৩০৮)
- মৎস্য মাংস নিরামিষে দ্বন্দ্ব হলো ঘোরতর (গান নং ৩৭১)
- যত সব কানার হাট বাজার (গান নং ২১২)
- যত সব গাছ পাগলে, পাগল বলে তারা আমায় কয় (গান নং ৩৮০)
- যতই দূরে সরবে তুমি, ততই আমি যাবো ছুটে (গান নং ৩৫২)
- যতই ভাবি ততই ডুবি, পাইনা ভাবের কূল কিনারা (গান নং ২৫২)
- যদি ভালো নাহি বাসো, কাছে নাহি আসো (গান নং ৩২৩)
- যা আছে আমার বলে কান্দাইয়া লও কেড়ে (গান নং ১৫৯)
- যা করো তা করো প্রভু, আমি তোমায় না ছাড়িবো (গান নং ১৮১)
- যাত্রা করে বের হয়েছি তাহার কাছে যাবো বলে (গান নং ৩৪৭)
- যাবি যদি মন ফকীর হাটা (গান নং ২৮৩)
- যাবো না সজনী আর সে দেশে (গান নং ১৯৪)
- যার জন্যে তুই ঘুরে বেড়াস, সে দেখি তোর হৃদয় মাঝে (গান নং ৩৬১)
- যার মন উদাসী হয়েছে পাগলা রে (গান নং ৩৪৪)
- যার যা ইচ্ছা বলুক তোমায়, আমার কেবল মা বলা (গান নং ১১২)
- যার সনে যার মন বাঁধা (গান নং ৩৩৫)
- যারে দেখতে আকুল, দেখবি যদি শোন বলি সন্ধান তার (গান নং ৯৪)
- যারে প্রাণের অধিক ভালবাসি (গান নং ১৩৮)
- যুক্ত করো জননী গো জীবন সাধন (গান নং ১০৫)
- যে নিশা লেগেছে আমার, নিশা যেন না ছুটে (গান নং ২৬৫)
- যে যারে নিয়ত ভাবে, সে তার স্বভাব পায় (গান নং ১৯৯)
- যে হাসি হাসিলে পরে, অজস্র কান্দিতে হয় (গান নং ৩৪৯)
- যেদিন আমার ভবলীলা হবে অবসান (গান নং ২৪৮)
- যেরুপ সেরুপ, যেই নাম সেই নাম, স্বভাবেতে আমি তুমি (গান নং ৪১৭)
- যেয়ে গো চারণে, ধেনু দিয়া বনে (গান নং ৩১৬)
- যোগমায়া যোগবিদ্যা যোগাদ্য যোগে যোগিনী (গান নং ৩১১)
- রাখাল তোমার গোপাল হতে, একটি বৎস হারিয়ে গেলে (গান নং ১৮২)
- রেখা অঙ্ক বর্ণ চিহ্ন, সংকেত বিলাস (গান নং ৪২৭)
- লাগ পাবি না অনেক দূরে (গান নং ২২১)
- লীলা নিত্যময়ী তারা, শুভদে মা শুভঙ্করী (গান নং ৯৮)
- লীলাতে লুকায়ে আর থেকোনা মা কুতূহলে (গান নং ১২৬)
- শক্তিকেন্দ্রে আছে মানুষ, নিরবধি করে খেলা (গান নং ২৬৩)
- শিখায়ে দে তুই আমারে, কেমন করে তোরে ডাকি (গান নং ৮)
- শিষ্য হয়ে বিশ্বমাঝে সেবাব্রতে প্রাণ সপিলে (গান নং ৩৯৫)
- শুধু তোমারই কথা, শুধু তোমারই গাঁথা (গান নং ৩২৭)
- শুনরে মানুষ এক অপরুপ ধ্বনি (গান নং ৬৮)
- শুভদিন হইলো উদয় (গান নং ৪০৫)
- শেষ কথা বলতে এলেম, বাউল সেজে তোমার কাছে (গান নং ৩৫৬)
- শোক নহে সাধনা তোমার (গান নং ২৪৯)
- শোন তোরে কই মনোমোহন (গান নং ৩০)
- শোন বলি পাগলের চেলা (গান নং ৪৫)
- শোন বলি বাউলের মন, চেতরে বাউলের মন (গান নং ২৫)
- শোন লো সজনী, ঐ যে বাজে বাঁশি (গান নং ৩২৫)
- শোনরে সোনা শোনার শোনা, শোনা কথা একটি শোন (গান নং ১৮৫)
- সকল দুঃখ অপসারি (গান নং ১৩৩)
- সকলই তোমার কার্য্য সদা যেন ভাবে মন (গান নং ৩৪)
- সকলের কি জাগে, যার জাগে তার জাগে (গান নং ১৭৭)
- সত্যমেব দমন নানৃতম (গান নং ১৫৪)
- সন্তোষ, তোমায় আমি ভালোবাসবো কাছে রেখে (গান নং ৩৪১)
- সবে সাধরে সে রসময় রসিকে (গান নং ৩১৯)
- সম্বৎসর হলো দেব ত্যজিয়া গিয়াছো মোরে (গান নং ২৭৬)
- সহিতে পারিনা নাথ, দুর্বিসহ বাক্য বাণ (গান নং ৩৫৯)
- সাজরে সাজ সমরে, ঐ শোন বাজে (গান নং ৪০৪)
- সাধনা কি আছে আর বিনে আত্মপরিচয় (গান নং ৪১৬)
- সাধরে স্বয়ম্ভূ যোগ, গোপনে অতি যতনে (গান নং ১৭৫)
- সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেমতীর্থে মুড়ায়ে মাথা (গান নং ৭৯)
- সাধু হওয়া সামান্য তো নয় (গান নং ৭৩)
- সান্ধ্য সমীরে মধুর স্বরে গাইছে তারে (গান নং ৫৮)
- সিদ্ধযোগ দান করো হরি দয়াময় নামে (গান নং ২৪২)
- সুরে তালে দুজনাতে হলো রেষারেষি (গান নং ৩৭০)
- সে ধন সহজে কি ঘটে (গান নং ১৮৪)
- সে যে স্বতঃ স্বপ্রকাশ (গান নং ৮৪)
- সেই হয়েছে মানুষ রতন, সব থুয়ে যার কিছু নাই (গান নং ২১৩)
- স্বার্থত্যাগ মহামন্ত্রে, আমারে করায়ে দীক্ষা (গান নং ৩৩৯)
- হরণ করো মনের যোগ ওহে দয়াময় (গান নং ৪৬)
- হরি তুমি পূর্ণ পুরাতন (গান নং ৯৬)
- হরি তোমায় জানতে গিয়ে পড়েছি এক বিষম গোলে (গান নং ৮১)
- হরি প্রেমসাগরে ভক্তিভরে, ডুব দিয়া মন থাকরে (গান নং ৩৭৮)
- হরি বলতে নয়ন ঝরে যার, তারা দুভাই এসেছে এসেছে (গান নং ২৬৮)
- হরি বলে ডাকরে ও মন ভক্তি ভরে মধুর স্বরে (গান নং ১৮)
- হরি বলে ডাকরে ও মন, গুরু বলে ডাক (গান নং ১১)
- হরি বলে বাহু তুলে নেচে আয় (গান নং ২৬৯)
- হরি মঙ্গলময় নাম তোমার (গান নং ৩৯৪)
- হরিনাম কৃষ্ণযোগে, রামরাজ্যে পাইলো জীবন (গান নং ৮৭)
- হরিনামে মন মজায়ে, দয়াময়ের পূর্ণ ছবি (গান নং ৬২)
- হাইল ছেড়োনা, ভয় করোনা, হরি বলে ধর পারি (গান নং ২৭২)
- হাওয়াতে উড়ছে ঘুড়ি, জোত দড়ি তোর তার হাতে (গান নং ৭২)
- হাত পা উদরে একদিন লাগলো ঘোর দ্বন্দ (গান নং ২৬০)
- হারে রে কানু, বাজায়ে বেণু, আয় না ধেনু চড়াতে যাই (গান নং ১৩১)
- হাসিমুখে আসিয়াছি কেঁদে কেন চলে যাবো (গান নং ২৪১)
- হিমাচল চূড়া হতে বিন্দু বিন্দু কণা নিয়া (গান নং ২৩৯)
- হুকুমে আইছো রে বান্দা তলবে তালাশ (গান নং ২৭৯)
- হুজুরেতে আরজি দিয়ে, ভাঙ্গা ঘরে আছি বসে (গান নং ২৩৪)
- হৃদ কদম্ব তরুপরে (গান নং ১৮৭)
- হৃদি মাঝে আছে তব জাগ্রত প্রেমের ছবি (গান নং ২৩৮)
- হৃদিপদ্মে প্রাণভ্রমরা (গান নং ২৮৬)
- হেরো কি দয়াল নামে সকলই সম্ভবে (গান নং ২৪৪)
- হ্যারে মন হরবোলা পাখি (গান নং ২২)
- হয়তো চরম তরী, নয়তো চরণ তরী (গান নং ২৮৫)