রেখা অঙ্ক বর্ণ চিহ্ন, সংকেত বিলাস ।
জ্যামিতি ভূগোল মিতি, তুমি বিশ্ব ইতিহাস ।
হগত চিত্ত কারণ, সাহিত্য ব্যাকরণ
কাব্য অলঙ্কার ছন্দ, বিবিধ জ্যোতি বিকাশ ।
অজ্ঞান জ্ঞান কারণ, তুমি পদার্থ বিজ্ঞান
আয়ূর্বেদ রসায়ন, মানবের অভিলাষ ।
স্মৃতি শ্রূতি বেদান্ত, রুপেতে তুমি অনন্ত
জ্যোতিষ কল্প নিরুক্ত মীমাংসা পূর্বাভাস ।
জীব হৃদয়ে সংস্থিতা, বুদ্ধিরুপ তুমি বিদ্যা
ষোড়শী ভুবনারাধ্যা, নাহি কভু বৃদ্ধি হ্রাস
উদ্ভাবনী তুমি শক্তি, প্রতিভা পরম মুক্তি
দুর্বলের বল ভক্তি, উক্তি মনেরই উচ্ছাস ।
তুমি বিন্দু তুমি নাদ, অনন্ত পরমাহলাদ
দাশের মনেতে সাধ, হইতে পূর্ণ বিকাশ ।।