মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৮৫

ফকীরি লওয়া নয় সামান্য
হতে হয় অনন্য মনা, অতিশয় অতি নগন্য ।
দয়া ধর্ম করুণা চিত, সুশীর শান্ত বিনীত
চিন্তা সদা পরিহিত, মিষ্টভাষী স্বভাব দৈন্য ।
হিংসা নিন্দা ঘৃনা লজ্জা, কিছু নাই তার সাজ সজ্জা
নাহি জানে ধর্মাধর্ম, না আছে তার পাপ পূণ্য ।
দয়াল নাম সদা বদনে, অন্য কথা শোনেনা কানে
মত্ত হয়ে প্রেমের টানে, মান ছেড়ে হয় জগতমানা ।।