মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৩০

কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী তারা
তুমি আছো গো অন্তরে
মা আছো গো অন্তরে ।
একস্থান মূলাধার, আর স্থান সহস্রার
আর স্থান চিন্তামণি পুরে ।
শিবশক্তি সব্যে বামে, জাহ্নবী যমুনা নামে
সরস্বতী মধ্যে শোভা করে ।
ভূজঙ্গরুপা লোহিতা স্বয়ম্ভূতে সুনিদ্রিতা
এই ধ্যান করে ধন্য নরে ।
মূলাধার স্বাধিষ্ঠান, মণিপুর নাভি স্থান
অনাহত বিশুদ্ধাখ্যা বরে ।
বর্ণ রুপা তুমি বট, বস বল তক ফঠ
ষোলস্বর কণ্ঠায় বিহরে ।
হক্ষ আশ্রয় ভুরু নিতান্ত কহিলা গুরু
চিন্তা এই শরীর ভিতরে ।।