মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১১

চেয়ে দেখ তুই আপনাকে
এ গড়ন গড়িলো কে, এ ভূষণ পড়িলো কে
কার সাধ্য অবনীতে, গড়িবারে হেন মতে
তুলনা যার ত্রিজগতে, কেহই না দেখে ।
সর্বশক্তি এক ঠাই, আহা বলিহারি যাই
পঞ্চাত্মক ষড়রসে, পবন জল পাবকে ।
আমি কিংবা তিনি এই, নতুবা কি যেই সেই
নাভি গন্ধে মৃগ যথা বন বন ভটকে ।।