মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১২৯

মা বলে মা তোমারে ডাকিলে
আনন্দ উথলে প্রাণে, পাষাণ হৃদয় যায় গলে ।
মা ডাকে নাই বাদাবাদি, কোরাণ পুরাণ বেদ বাইবেলে,
সন্তানে মা কান্দলে বসে, মুখ মুছায়ে দাও আঁচলে ।
মা তোমার কি মা বাপ আছে, নাম রেখেছে শিশুকালে,
জগত জননী তুমি, জগতবাসী মা মা বলে ।
ভক্ত তোমার মাতাপিতা, জন্মদাতা কালে কালে,
যেই ভাবে নাম রাখে তোমার, সেই ভাবে হও মেয়ে ছেলে ।
মনোমোহন কয় কালী কানাই, পিতা মাতা বন্ধু কি ভাই
ভাশুর দেবর শ্বশুর জামাই, সকলই তোমার লীলে ।
বৌ জামাই মা তোমার খেলা, যা দেখি মা ভূমণ্ডলে,
শিশু হয়ে আপনি আবার, জড়িয়ে ধরো আপন গলে ।
এক প্রেমেতে জগত বাঁধা, প্রেমেতেই জগৎ চলে,
সব ছাড়ায়ে যেতে পারো, ধরা পড়ো প্রেমের কলে ।।