দয়াময়ের পূর্ণ আবির্ভাব হইলো জগতে ।
দেখরে সুবোধ জন, ভজন মাধুরীতে ।
হৃদয়ে আছে রতন, যতনে মিলে সে ধন
জপ ধ্যান অনুরাগে, সেবা কার্য্য নিত্য ব্রতে ।
করুণার পূর্ণ ছবি, হৃদয়ে উদিত রবি
আঁধার ভেদিয়া ছুটে, কিরণধারা বক্ষেতে ।
পাপ তাপ অবসানে, আইলো শান্তি পরাণে
যুগধর্ম মর্মভেদি, লাগিলো আলো মনেতে ।।