কি চিন্তা করবে মন, নিশ্চিন্তে বসিয়া থাক ।
গুরু ব্রহ্ম জগৎ জোড়া, প্রাণ ভরিয়া তারে ডাক ।
আছে হৃদয় মধ্যে বিন্দু, আকর্ষিয়ে প্রেমসিন্ধু
চিদাকাশে ফুটায় ইন্দু, নয়ন ভরিয়া দেখ ।
করে আত্মসমর্পণ, ভালো মন্দ করো বর্জন
যা করে তিনি যখন, তাতেই আনন্দ রাখ ।
সিদ্ধাসিদ্ধ এক করি, বসিয়া দিবা শর্বরী
দেহ প্রাণ উৎসর্গ করি, পদধূলি গায়ে মাখ ।
তাহারে নির্ভয় কর, অলীক বিষয় তুচ্ছ কর ।
হৃদয়ে হৃদয় ধর, তা বিনে সকলই ফাঁক ।।