হাইল ছেড়োনা, ভয় করোনা, হরি বলে ধর পারি ।
দীনবন্ধু হরি, করুণা বিতরি, বেয়ে নিয়ে যাবে তরী ।
তরঙ্গ গর্জনে কি শঙ্কা করো রে
সত্যের তরণী নির্ভয়ে চড়ো রে
বলো অবিরাম দয়াময় নাম, আনন্দ বদনে দু বাহু প্রসারি ।
যদি কাল মেঘ আকাশের কোণে
দেখা দেয় কভু গভীর গর্জনে
বিশ্বাস অঙ্কুশে দুর্জয় সাহসে, আঘাত করিলে যাবে অপসারি ।
পাড়ি দিবে যদি, ভব পারাবার
সত্যের ক্ষেপনি মার বার বার
কররে হুঙ্কার যাবে অন্ধকার, ছুটিবে আলোক দিগন্ত প্রসারি ।
কে রুধিবে গতি, উদাসী যেজন
অমানুষী তার চরিত্র গঠন
সাগরে পাহাড়ে পথ দেয় তারে, মনোমোহন বলে নির্ভয়ে ফুকারি ।।