মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৩১

উদাস প্রাণে বুঝতে নারি কারে জানি চায় ।
যে আমারে ধরে টানে, তারে কোথা পাওয়া যায় ।
আড়ালে নিঝুম হয়ে, কেন সে বীণা বাজায়ে
থাকি থাকি উকি দিয়ে আবার লুকায়ে যায় ।
নিরখিতে যেই চাঁদে, নীরবে এ প্রাণ কাঁদে
সে চাঁদ পড়েছে ফাঁদে, বেঁধে দিবে কে আমায় ।
চাঁদের কি দিবো তুলনা, অমাবস্যা নাই পূর্ণিমা
অনুপমা মনোরমা, পরিপূর্ণ জোয়ার ভাটায় ।
অবিশ্বাসে রাহু গ্রাসে, সে চাঁদ কেবল কাপে ত্রাসে
কাম রতিতে মেঘে ঢাকে, প্রেমেতে হাসি খেলায় ।
মনোমোহন বেহিসাবী, বলবো কি আর তার বেকুবি
কর্মদোষে গেছে সবই, অকূলেতে ডুবে যায় ।।