সুরে তালে দুজনাতে হলো রেষারেষি
শুনিয়া দুনিয়ার ওস্তাদ জমা হইলো আসি ।
সুরে কয় তুই বেটা তাল, আমারে করলি নাকাল
চলতে নারি স্বাধীন চাল, কেবল করো ঘুসাঘুসি ।
তালে কয় সুরের মন্দ, আমি করি ছন্দো বন্ধ
তাহে হও তুমি পছন্দ, লোকের মনে হয় খুশী ।
সুর বলে তুই বড় মূর্খ, শুনতে লাগে অতি রুক্ষ
আমি কেমন সুক্ষ সুক্ষ, মিষ্টি মিষ্টি দেই হাসি
তাল বলে হাসির ছটা, আমি নইলে দেখতো কেটা
মেজে ঘষে রুপের ছটা, ফুটাই দিবানিশি ।
মনোমোহন কয় একি বালাই, ক্ষান্ত হও আবশ্যক নাই
তোমরা দুজন ভগ্নী আর ভাই, ক্ষান্ত দাও এখানে আসি ।।