মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১২০

দীন হীনের কান্না শুনে, দয়া যদি হয় তোমার ।
আনন্দে আনন্দময়ী, দূর করে দাও দেহ বিকার ।।
কূল পেতে পড়ে অকূলে, হারায়েছি লাভে মূলে,
মা এসে মা লওগো কোলে, দূর করো মা দুঃখভার ।
দুঃখ পেলে মা আশেপাশে, মা কথা মা আপনি আসে,
আছাড় খেলে লোকে হাসে, মা না এসে সাধ্য কি মার ।
কেউ না যারে দেখতে পারে, তারেও মা আদর করে,
মনোমোহন তাই আছে পড়ে, করো বা না করো পার ।।