ভাব অভাবে খেলো তুমি সতত স্বভাবের খেলা ।
ভাবেতে প্রাণ মেতে উঠে, অভাবেতে হয় উতালা ।
সাধ্যযোগে পেতে সাধন, ব্যাকুল হৃদয় মন
সংগ্রাম কর শোধন, না বুঝিয়ে করি হেলা ।
ভাব অভাবে লেগে দ্বন্দ, আসিতেছে ভালো মন্দ
ভাবের চাবি করে বন্ধ, ঘুরাইতেছে মানুষগুলা ।
গুরু ব্রহ্ম আত্মারাম, সাধনে সিদ্ধ আরাম
পূর্ণ করে মনস্কাম, বিরাম দেহ এই বেলা ।।