মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৭

কি করি বিপাকে পড়ি, হলেম এবার দু মনা ।।
দুই দিক রাখা দায় হলো মোর, কঠোর লাঞ্ছনা ।।
শুনিয়ে কালের ভেরী, কম্পিত দিবা শর্বরী
মনে করি চরণ ধরি, আর কিছুই চাহিবো না ।
কিন্তু হায় অপূর্ণ কাম, লভিতে না দেয় আরাম
টানাটানি অবিরাম, ছাড়িয়ে সে তো ছাড়েনা ।
দু মনে অধীর মনে, পাইবো তোমায় কেমনে
প্রতিকার করো এক্ষণে, ঘুচাইয়ে যন্ত্রণা ।।