শেষ কথা বলতে এলেম, বাউল সেজে তোমার কাছে ।
আপনি আপন চিন্তা কর, তা বিনে সকলই মিছে ।
অবশ্য হবে মরণ, কে করে তার নিবারণ
এত দ্বন্দ্ব কি কারণ, ভেবে দেখ আগে পাছে ।
করি স্বার্থ পরিহার, কর পর উপকার
জগতই বন্ধু তোমার, খাটো জগতের কাজে ।
তুচ্ছ করি ভবমায়া, সত্য সরলতা দয়া
সঙ্গে লয়ে ঢাল কায়া, বিনয়ের ছাঁচে ।
মনো কয় মানুষ কর্ম, রাখতে সত্যের ধর্ম
ধন্য হয় তাহার জন্ম, এমত যে হইয়াছে ।।