হরি বলতে নয়ন ঝরে যার, তারা দুভাই এসেছে এসেছে ।
মধুর হরির নামে রাধার প্রেমে ঢেউ খেলতে আছে ।
যাহে মধুর রস ঝরে, সেই হরির নাম ঘরে ঘরে
যারে তারে প্রেমধন যাচে ।
হ্যারে পতিতকে তরাবে বলে, উদয় হইয়াছে ।
জগা মাধা দুভাই তারা, প্রেমানন্দে বহে ধারা
পাগল পারা কান্দতে আছে ।
আবার জয়রাধা শ্রীরাধা বলে আনন্দে নাচে ।
সদায় হরি হরি বলি, নাচে দুটি বাহু তুলি,
চক্ষের জলে বক্ষ ভাসতেছে ।
এমন মধুর নামে প্রাণ গলেনা, কি হবে পিছে ।।