আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেয়োনা হে দয়াল হরি । হৃদে থাকো হৃদে জাগো, হৃদে মাখো প্রেম তোমারই । হৃদয়ের দেবতা তুমি, অনুগত সেবক আমি শিখায়ে দাও সেবাব্রত, শ্রীপদে মিনতি করি । বসে আছি হাল ছাড়িয়ে, অকূলে তরী ভাসায়ে মনের মতন সাধন দিয়ে, মনোমোহনের মন লও কাড়ি ।।