মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৫৩

বিশ্বপতি বিশ্ব বন্দন, হরি বিশ্বহিতকারী ।
বিশ্বনাথ বিশ্বেশ্বর, এ বিশ্ব সৃষ্টি তোমারই ।
বিশ্বাসে এ বিশ্বভাব, দেখে বিশ্বাসী মানব,
তোমারই বিশ্বরুপ, অতি বিস্ময়ে নেহারি ।
বিশ্বের আদি দৃশ্য তুমি, তোমারই শিষ্য আমি
হে করুণাময় স্বামী, করো দয়া নিঃস্ব হেরে ।।