মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৫৬

কবে তুমি আমার হবে
আমি অধীর হলেম, নিশি দিন সেই ভাবনা ভেবে ।
কবে পেয়ে নিজ ভাবে, মিশিবো তব স্বভাবে
তোমার আমার দেখা হতে, যত বাধা দূরে যাবে ।
আমার আমি তব সনে, মিশবো কবে প্রাণে প্রাণে
আমি তুমি আমি হয়ে, খেলবো খেলা এই ভবে ।।