মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৪৮

যেদিন আমার ভবলীলা হবে অবসান ।
তার কিছু পূর্বে মায়ামুক্ত করে দিও ভগবান ।
এই ভিক্ষা তোমার কাছে, এ দাস কাতরে যাচে
টানাটানি করে যেন, ছিড়ে নাহি যায় প্রাণ ।
হরি তুমি ভক্ত বৎসল, প্রাণে দিও প্রেমেরই বল
কেটে দিও মায়ার শিকল, আনন্দে করি আহবান ।
মমতার রজ্জু দিয়া, আমারে নিও বাঁধিয়া
সংসার হতে কাড়িয়া, তোমার কোলে দিও স্থান ।।