টাকার থলি ভিক্ষার ঝুলি, দুজনাতে ভারী গোল ।
কেহ কারে নাহি ছাড়ে, বলে কড়া কড়া বোল ।
ক্রোধে অতি হয়ে অন্ধ, থলি কয় ঝোলাবে মন্দ
বলে আমার কতই ছন্দ, বাজাই আমি ঢাক ঢোল ।
তুই বেটা হাবাতে এসে, কাছে বসলি কোন সাহসে
সবাই কাপে আমার ত্রাসে, কানা কড়ি তোমার মূল ।
ঝুলি কয় কাঙ্গালের মতো, শোনরে থলি বুদ্ধিহত
কি সাধ্য তোর আমার মত, আমি দেই অকূলে কূল ।
থলির মেজাজ গরম ভারী, বলে রাখ তুই সাধুগিরি
রাজা উজির আমি করি, হীরার রালা সোনার ফুল ।
ঝুলি কয় রাখ বাহাদূরী, জাকজমক তোর দণ্ড চারি
আমি যারে কৃপা করি, তারে দেই সংসারে মূল ।
ভেবে কয় মনোমোহন, সাক্ষী রুপ সনাতন
গৌর নিতাই তারা দুভাই, মুখে হরি হরি বোল ।।