উঠলে পড়তে হবে বলে উপরে উঠিনা
নামলে উঠতে হবে তাইতো নীচে নামি না ।
সমান জায়গায় বসে থাকি, ডাক দিলে আমিও ডাকি
ফিরে আসতে হবে বলে কাছে ভিড়িনা ।
দুঃখ পাবো আশংকা করে সুখ দিতে বলিনা তারে
কাঙ্গাল হতে হবে বলে রাজা হতে চাহিনা ।
হাসি দিলে কান্দতে হবে, তাই আমি আছি নীরবে
নাচলে পড়ে থামতে হবে, তাই তো নাচিনা ।।