মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৭৮

অনেক দিন হয় পথ দিয়াছি, যাবো বলে তোমার কাছে ।
যেতে যেতে দিন তো গেলো, আর কত দূর বাকী আছে ।
দেখি দেখি পাই পাই, এই যেন এই নাই নাই
চৌদিকে ফিরিয়া চাই, অন্ধকারে ধান্দা দিছে ।
না পাইয়ে তার দিকের নির্ণয়, বেহুশ থাকি কতক সময়
আবার ছুটি যেদিক মন লয়, দাড়াই আবার মাঝে মাঝে ।
কখন বা ভয় কখন বিস্ময়, কখন কিছু আশাও হয় ।
কখন হয়ে দুর্বল হৃদয়, কতই বলি মিছে মিছে ।
কখন দেখি পথের ধারে, কন্টকে রয়েছে ঘিরে
কখন দেখি সাগর পাহাড়, কে করে পার আশা মিছে ।
কখন বা অকূলে পড়ে, প্রাণ হাবুডুবু করে
কখন দেখি উঠে তীরে, ধীরে ধীরে চলছি পাছে ।
কোথায় তুমি কতদূরে, যেতে হয় কোন পথ ধরে
সহজ পথে দয়া করে, অধমসুতে নেওনা কাছে ।।