মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৬৩

বহুরুপ ধরেছো বলে, স্বরুপ তোমার চিনতে নারি ।
স্বরুপ তোমার কিরুপ আকার, চিনায়ে দাও দয়াল হরি ।
অন্ধ আমি হাতে ধরে, পথ দেখাইয়ে দাও আমারে
ভজনের বল দাও অন্তরে, ডাকিতে যেমন পারি ।
কি ভাবেতে ডাকলে পরে, দীনহীন কাঙ্গালের ঘরে
আসতে পারো দয়া করে, সে ভাব শিখাও কৃপা করি ।
হরি তোমার কাছ যেতে, যারা বাঁধা দেয় সে পথে
রক্ষা করো তাদের হাতে, যুগল চরণে ধরি ।
আমারে করো তোমার, চাহিনা যে কিছু আর
শ্রীচরণে দিয়ে ভার, ভবসিন্ধু দেই পারি ।
সহজে সরল প্রাণে, বসে থাকি তব ধ্যানে
দয়া করো দীনহীনে দয়াময় নাম তোমারই ।।